peaceful country - Latest News on peaceful country| Breaking News in Bengali on 24ghanta.com
শান্তিতে থাকা যায় না ভারতে, বলছে জিপিআইয়ের রিপোর্ট

শান্তিতে থাকা যায় না ভারতে, বলছে জিপিআইয়ের রিপোর্ট

Last Updated: Wednesday, June 12, 2013, 09:35

শান্তির মাপকাঠিতে পৃথিবীতে বসবাস যোগ্য নিকৃষ্টতম পঁচিশটি দেশের মধ্যে স্থান করে নিল ভারত। মঙ্গলবার দ্য গ্লোবাল পিস ইনডেক্সের (জিপিআই) প্রকাশিত তালিকা অনুযায়ী ২০১২তে বিশ্বের ১৬২টি দেশের মধ্যে ভারতের শান্তির নিরিখে ভারতের স্থান ১৪১।