Last Updated: February 11, 2013 20:49

আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছিল মহেন্দ্র সিং ধোনির দল (১১৯ পয়েন্ট)। দুই নম্বরে থাকল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে ৫-০ হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া (১১৬ পয়েন্ট) উঠে এল তিন নম্বরে।
ওয়ানডের ব্যাটিং র্যাঙ্কিংয়ে তিনেই থাকলেন বিরাট কোহলি। কোহলির একধাপ পিছনেই আছেন তাঁর অধিনায়ক ধোনি। ব্যাটসম্যানদের তালিকায় সবার আগে থাকলেন দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা। র্যাঙ্কিংয়ে রায়না থাকলেন একাদশ স্থানে। বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম দশে একমাত্র ভারতীয় রবিন্দ্র জাদেজা। জাদেজা থাকলেন নয় নম্বরে। অশ্বিন ১৪ তম স্থানে থাকলেন। প্রথম দুটো স্থানে দুই পাক স্পিনার। শীর্ষে সইদ আজমল, দুই নম্বরে মহম্মদ হাফিজ।
First Published: Monday, February 11, 2013, 20:49