Last Updated: October 14, 2011 22:26

হায়দরাবাদে প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেল ভারত। অ্যালিস্টার কুকদের একশো ছাব্বিশ রানে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। টসে জিতে প্রথম ব্যাট করে সাত উইকেটে তিনশো রান তোলে ভারত। ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রায়না করেন একষট্টি। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে শুরু থেকেই কিছুটা রক্ষণাত্মক ছিল ইংল্যান্ড। স্পিনাররা আসতে আরও চাপ বাড়ে ইংল্যান্ডের উপর। অশ্বিন, জাদেজাদের দাপটে একশো চুয়াত্তর রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।
First Published: Friday, October 14, 2011, 22:26