নিউক্লিয়ার ফিসন শুরু হল কুড়নাকুলামে

নিউক্লিয়ার ফিসন শুরু হল কুড়নাকুলামে

নিউক্লিয়ার ফিসন শুরু হল কুড়নাকুলামে বিতর্কিত কুড়নাকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদনের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। শনিবার রাতে প্রথম নিউক্লিয়ার ফিসন শুরু হল কুড়নাকুলামে।

চলতি মাসের ১১ তারিখ তামিলনাড়ুর কুড়নাকুলামের পারমাণবিক শক্তি কেন্দ্র অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের (এইআরবি) সম্মতি লাভ করেছিল।

সূত্রে খবর, আভ্যন্তরীণ কিছু নিয়ম কানুন পালন করার হয়ে গেলেই আনুমানিক দেড়মাসের মধ্যে সচল হবে এই পারমাণবিক শক্তি কেন্দ্র।

স্থানীয় মানুষ ও পরিবেশবিদদের বিক্ষোভের জেরে এই ইন্দো-রাসিয়ান প্রকল্পটি বহু দিন ধরেই স্থগিত হয়ে আছে।

এটি চালু হলে ভারতে প্রথম নিউক্লিয়ার রিয়াক্টরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হবে।

First Published: Sunday, July 14, 2013, 11:28


comments powered by Disqus