Last Updated: Thursday, May 17, 2012, 11:37
দিনে দিনে রক্তশূন্য হয়ে পড়ছে ভারতীয় রেল। আর্থিকভাবে চরম দেউলিয়া অবস্থা রেলের। ক্যাগ রিপোর্টের পর এবার বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অনিল কাকোদকারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট থেকেও এমনই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে গত ৪ বছরে যাত্রী নিরাপত্তা ও সুরক্ষার বিষয়েও নজর দেয়নি রেল।