`ভারতের দূর্বলতম প্রধানমন্ত্রীর নাম অটল বিহারী বাজপেয়ী`

ভারতের দূর্বলতম প্রধানমন্ত্রীর নাম অটল বিহারী বাজপেয়ী: সঞ্জয় ঝা

ভারতের দূর্বলতম প্রধানমন্ত্রীর নাম অটল বিহারী বাজপেয়ী: সঞ্জয় ঝানির্বাচনের ভরা মাসে মনমোহন সিংয়ের প্রাক্তন পরামর্শদাতা সঞ্জয় বারুর বই নিয়ে ইতিমধ্যেই প্রভূত বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে কংগ্রেস। প্রধান বিরোধী দল বিজেপি বিপক্ষকে চাপে ফেলতে ভরপুর সুবিধা নিচ্ছে এই বই `বোমা`-র। দলের মুখরক্ষা করতে এবার প্রতি আক্রমণে নামলেন কংগ্রেসের মুখপাত্র সঞ্জয় ঝা। অটলবিহারী বাজপেয়ীকে ভারতের দূর্বলতম প্রধানমন্ত্রী অ্যাখ্যা দিলেন তিনি।

বারুর তাঁর বই "The Accidental Prime Minister: The Making and Unmaking of Manmohan Singh" -এ দাবি করেছেন ক্ষমতার মূল কেন্দ্র আসলে সোনইয়া গান্ধী। তিনিই এদেশের `super prime minister`। বরুর মতে মনমোহন সিং কংগ্রেস সুপ্রিমোর অঙ্গুলিহেলনেই ওঠাবসা করতেন।

ইউপিএ ওয়ান সরকারের সময় বারু প্রধানমন্ত্রীর মিডিয়া পরামর্শদাতা হিসাবে কাজ করতেন।

বিজেপির আক্রমণের জবাবে সঞ্জয় ঝা তাঁর টুইট করে জানিয়েছেন ``ভারতের দূর্বলতম প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। কান্দাহার জঙ্গিদের তিনি সহজে চলে যেতে দিয়ে ছিলেন। সংসদে আক্রমণও হয়েছিল ওনার আমলেই।``

সঞ্জয় বারুর বই প্রকাশিত হওয়ার পরেই বর্ষীয়ান বিজেপি নেতা এল কে আডবাণী মন্তব্য করেন, ``সবাই যেটা জানত এই বইটা আর একবার সেই কথাটাই বলল। ভারতের ইতিহাসে দূর্বলতম প্রধানমন্ত্রীর নাম মনমোহন সিং।``

তবে বারুর বইয়ের সব দাবিকেই প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে।









First Published: Monday, April 14, 2014, 17:53


comments powered by Disqus