Last Updated: Monday, April 14, 2014, 17:24
নির্বাচনের ভরা মাসে মনমোহন সিংয়ের প্রাক্তন পরামর্শদাতা সঞ্জয় বারুর বই নিয়ে ইতিমধ্যেই প্রভূত বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে কংগ্রেস। প্রধান বিরোধী দল বিজেপি বিপক্ষকে চাপে ফেলতে ভরপুর সুবিধা নিচ্ছে এই বই `বোমা`-র। দলের মুখরক্ষা করতে এবার প্রতি আক্রমণে নামলেন কংগ্রেসের মুখপাত্র সঞ্জয় ঝা। অটলবিহারী বাজপেয়ীকে ভারতের দূর্বলতম প্রধানমন্ত্রী অ্যাখ্যা দিলেন তিনি।