Last Updated: August 22, 2012 21:40

সিরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নেহরু কাপ অভিযান শুরু করবে ভারত। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সিরিয়াকে সমীহ করছেন কোচ কোয়েভারম্যান্স। টুর্নামেন্ট জিতে জয়ের হ্যাটট্রিক করতে মরিয়া সুনীলরা।
বুধবার নেহরু কাপ অভিযান শুরু করছে ভারত। প্রতিপক্ষ সিরিয়া। নতুন কোচ কোয়েভারম্যান্স। বদলে গেছে ভারতীয় দলের প্রস্তুতির মাঠও। আম্বেদকর স্টেডিয়ামের বদলে ভারত এখন অনুশীলন করছে গ্রেটার নয়ডায়। ফিফা র্যাঙ্কিং-এ একশো আটষট্টি নম্বরে থাকা ভারত নতুন করে সবকিছু শুরু করতে চাইছে নেহরু কাপে। টার্গেট নেহরু কাপ জয়ের হ্যাটট্রিক করা।
মাত্র কয়েকদিনের দায়িত্বে প্রথম পরীক্ষার আগে তা ভালভাবে বুঝে গিয়েছেন কোচ কোয়েভারম্যান্স। স্ট্র্যাটেজি তৈরির পাশাপাশ সুনীল-মেহতাবদের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ডাচ কোচ। দলের ফুটবলারদের লড়াকু মানসিকতা দেখে খুশি কোচ। প্রথম ম্যাচের প্রতিপক্ষ সিরিয়া সম্বন্ধে খোঁজখবর নিয়েছেন কোচ কোয়েভারম্যান্স। দেখেছেন প্রতিপক্ষের ম্যাচের সিডিও। আত্মবিশ্বাসী কোয়েভ্যারম্যান্সের দাবি,শুরুতে জয় পেলে বদলে যাবে সুনীলদের বডি ল্যাঙ্গোয়েজই।
First Published: Wednesday, August 22, 2012, 21:40