Last Updated: Sunday, September 2, 2012, 22:16
ভারতীয় ফুটবলে ডাচ যুগ দর্শনের শুরুটা হল নেহরু কাপ জিতে। রবিবার দিল্লিতে ক্যামেরুনকে ৭-৬ গোলে হারিয়ে নেহরু কাপ জয়ের হ্যাটট্রিক করল ভারত। ভারতীয় দলের কোচ হিসাবে ডাচ কোম উইম কোভারম্যান্সের এটাই ছিল প্রথম প্রতিযোগিতা। আর তাতেই বাজিমাত করল ভারত।