Last Updated: June 10, 2013 19:55

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি ভারত। ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট পাকা করতে চাইছেন ভারত অধিনায়ক ধোনি। চলতি টুর্নামেন্টে দলের ফর্ম স্বস্তিতে রাখছে টিম ম্যানেজমেন্টকে।
আত্মবিশ্বাসের চূড়ায় বসে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যারিবিয়ান চ্যালেঞ্জ মোকাবিলায় নামছে ভারতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কার্যত পাকা করাই এখন মূল লক্ষ্য মহেন্দ্র সিং ধোনির।
টুর্নামেন্টে এখন পর্যন্ত সব বিভাগেই দুরন্ত পারফর্ম করেছে ভারত। কাগজে কলমে প্রতিপক্ষের থেকে অনেকটাই এগিয়ে ভারত। মঙ্গলবারের ম্যাচে উইনিং কম্বিনেশনে যে কোনও পরিবর্তন হবে না তা একপ্রকার নিশ্চিত। অন্যদিকে ভারতের মতই প্রথম ম্যাচ জিতেছেন ব্র্যাভোরা।
কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে জিততে বেশ বেগ পেতে হয়েছিল ক্যারিবিয়ানদের। তবে মার্লেন স্যামুয়েলসের ফর্ম কিছুটা স্বস্তি দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দলকে। ম্যাচের আগে স্যামুয়েলস আবার হুঙ্কার দিয়ে রেখেছেন। মঙ্গলবারের ম্যাচে ভারতকে উড়িয়ে দেবেন বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। মজার বিষয় হল দুপক্ষই একে এপরের শক্তি এবং দুর্বলতা ভাল ভাবে জানে। আইপিএলে ধোনির দলে খেলেন ব্র্যাভো। সেরকমই বেঙ্গালুরু দলে একসাথে খেলেন কোহলি এবং গেইল। সব মিলিয়ে মঙ্গলবারের ম্যাচকে ঘিরে ওভালের ঠান্ডা আবহাওয়া কিছুটা হলেও উষ্ণ হয়ে উঠছে।
First Published: Monday, June 10, 2013, 20:02