Last Updated: Wednesday, January 30, 2013, 20:24
বৃহস্পতিবার মহিলা বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। গত বিশ্বকাপের ব্যর্থতা ভুলে এবার ঘরের মাঠে খেতাবের লক্ষ্যে অভিযান শুরু করছেন ঝুলনরা। অধিনায়ক মিথালিরাজ জানিয়েছেন সিনিয়র ও জুনিয়র ক্রিকেটারদের মিশ্রনে তৈরি তাদের দল বেশ ব্যালান্সড। ব্যাটিং লাইন আপে ভারতীয় দলের ভরসা মিথালিরাজ, পুনম রাউত, সুলক্ষ্মণা নায়েক, অমিতা শর্মারা বেশ ছন্দে আছেন। বোলিং বিভাগে ভারতীয় দল নির্ভর করছে ঝুলন গোস্বামী, গৌহার সুলতানা ও নিরঞ্জনা নাগরাজনের উপর।