লজ্জার হারেও ধোনির সংসারে বদল নেই

লজ্জার হারেও ধোনির সংসারে বদল নেই

লজ্জার হারেও ধোনির সংসারে বদল নেইমুম্বই টেস্টে লজ্জার হারের পর ধোনির দলকে নিয়ে ক্রিকেটমহলে যতই সমালোচনা হোক নির্বাচকরা কিন্তু বদলের রাস্তায় হাঁটলেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেন টেস্টে ভারতীয় দল অপরিবর্তিতই রইল। তবে উমেশ যাদব চোট পাওয়ায় দলে ঢুকলেন বাংলার অশোক দিন্দা।

মুম্বই টেস্টে খারাপ পারফরম্যান্স হওয়া সত্ত্বেও নির্বাচকরা মনে করেছেন সিরিজের মাঝপথে দলে কোনও পরিবর্তন হলে অধিনয়াকের ফোকাস নষ্ট হতে পারে। তাই দলে টিকে গেলেন হরভজন সিং। অবশ্য কথা থাকলেও এখনই চতুর্থ টেস্ট ও টি টোয়েন্টির জন্য দল না বেছে হরভজনদের অন্য একটা বার্তা দিয়ে রাখল বোর্ড। আর তা হল, ইডেনে ঘুরে দাঁড়াও না হলে হয়তো কঠোর পথে হাঁটা হবে।






First Published: Tuesday, November 27, 2012, 18:18


comments powered by Disqus