Last Updated: Tuesday, November 27, 2012, 17:51
মুম্বই টেস্টে লজ্জার হারের পর ধোনির দলকে নিয়ে ক্রিকেটমহলে যতই সমালোচনা হোক নির্বাচকরা কিন্তু বদলের রাস্তায় হাঁটলেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেন টেস্টে ভারতীয় দল অপরিবর্তিতই রইল। তবে উমেশ যাদব চোট পাওয়ায় দলে ঢুকলেন বাংলার অশোক দিন্দা। মুম্বই টেস্টে খারাপ পারফরম্যান্স হওয়া সত্বেও নির্বাচকরা মনে করেছেন সিরিজের মাঝপথে দলে কোনও পরিবর্তন এনে অধিনয়াকের ফোকাস নষ্ট করতে।