ব্যর্থ হল নির্ভয়ের উৎক্ষেপণ

ব্যর্থ হল নির্ভয়ের উৎক্ষেপণ

ব্যর্থ হল নির্ভয়ের উৎক্ষেপণক্ষেপণাস্ত্র অস্ত্রাগারকে আরও শক্তিশালি করতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছিল ভারত। কিন্তু  মঙ্গলবার প্রথম উন্নত সাব-সনিক মিসাইল 'নির্ভয়ের' উক্ষেপণ করলেও তা সফল হয়নি। মাঝপথেই লক্ষ্যভ্রষ্ট হয় ভারতের প্রথম জলের তলায় প্রয়োগ করার মিসাইলটি। আজ বালেশ্বরের কাছে চাঁদিপুরে নির্ভয়ের সফল উৎক্ষেপণ করা হয়।

২০০৭ সাল থেকে ১ হাজার কিমি রেঞ্জের ক্ষেপণাস্ত্রটির প্রস্তুতি চলছিল। নির্ভয় মিশাইলের তুলনা করা যায় মার্কিন তোমাহকের সঙ্গে। এই ক্ষেপনাস্ত্রটি বিমানের মতো ওড়বার ক্ষমতা রাখে।

বেঙ্গালুরুর প্রতিরক্ষা গবেষণা উন্নয়নকারী একটি সংস্থা নির্ভয় মিসাইলটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে।  







First Published: Tuesday, March 12, 2013, 15:27


comments powered by Disqus