Last Updated: Monday, April 16, 2012, 21:17
চলতি মাসের ২৭ তারিখ এদেশেই মিলবে লেটেস্ট আইপ্যাড। সোমবার অ্যাপেল একথা ঘোষণা করেছে। সেজন্য ইতিমধ্যে ভারতে আইপ্যাড টু-এর দাম কমিয়ে দিয়েছে কোম্পানি। আইপ্যাড থ্রি-র আকর্ষণের কেন্দ্রে থাকছে ২০৪৮X১৫৩৬পি রেটিনা ডিসপ্লে, এছাড়া আছে অ্যাপেল এ৫এক্স প্রসেসর, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ১০ ঘণ্টা ব্যাকআপ। ভারতের বাজারে ৩০,৫০০ টাকা থেকে মিলবে আইপ্যাড।