Last Updated: June 3, 2012 21:13

আজলান শা হকিতে ব্রোঞ্জ পেল ভারত। রবিবার মালয়শিয়ার ইপোতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ তুলে নেয় ভারত। এদিন ম্যাচের পঁয়ত্রিশ মিনিটে অ্যাসলে জ্যাকসনের গোলে এগিয়ে গিয়েছিল গ্রেট ব্রিটেন। ৪২ মিনিটে অবশ্য শিবেন্দ্র সিংয়ের গোলে সমতা ফেরায় নবসের দল।
এর কিছুক্ষণ পরে সন্দীপ সিংয়ের গোলে ফের এগিয়ে যায় ভারত। ৬৯ মিনিটে ভারতের পক্ষে ব্যবধান বাড়ান তুষার খান্ডেকর। শেষ পর্যন্ত ৩-২ গোলে ব্রিটেনকে হারিয়ে দেয় ভারত। এর আগে গ্রুপ লিগে গ্রেট ব্রিটেনের কাছে ৩-২ গোলে হেরেছিল ভারত।
আজলান শাহ হকিতে ৫ বার চ্যামপিয়ন হয়েছে ভারত।
First Published: Sunday, June 3, 2012, 21:16