Ipoh - Latest News on Ipoh| Breaking News in Bengali on 24ghanta.com
আজলান শাতে ব্রোঞ্জ ভারতের

আজলান শাতে ব্রোঞ্জ ভারতের

Last Updated: Sunday, June 3, 2012, 21:13

আজলান শা হকিতে ব্রোঞ্জ পেল ভারত। রবিবার মালয়শিয়ার ইপোতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ তুলে নেয় ভারত। এদিন ম্যাচের পঁয়ত্রিশ মিনিটে অ্যাসলে জ্যাকসনের গোলে এগিয়ে গিয়েছিল গ্রেট ব্রিটেন। ৪২ মিনিটে অবশ্য শিবেন্দ্র সিংয়ের গোলে সমতা ফেরায় নবসের দল।