Last Updated: November 25, 2012 13:53

পোপের কার্ডিনালদের মধ্যে জায়গা করে নিলেন এক ভারতীয়। ত্রিবান্দমের আর্চবিশপ ক্লেমিস থট্টুঙ্কল। ষোড়শ বেনেডিক্টের পরবর্তী পোপ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তিনি। শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিয়ায় এক বিশেষ অনুষ্ঠানে নতুন কার্ডিনালদের বেছে নেওয়া হয়। থট্টুঙ্কল ছাড়াও ভারতীয় আর্চবিশপ ছাড়াও ছয় সদস্যের কার্ডিনালে রয়েছেন লেবানান, নাইজেরিয়া, কলম্বিয়া, ফিলিপাইন্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। তাত্পর্যপূর্ণভাবে এঁরা সবাই ইউরোপের বাইরের কোনও দেশের নাগরিক। এঁরাই পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরী নির্বাচন করবেন।
থট্টুঙ্কল জানিয়েছেন ``এটা আমাদের কাছে অত্যন্ত সম্মানের। বিশেষ করে আমরা যারা মধ্যপ্রাচ্যের বাসিন্দা এবং ক্যাথলিক এবং অবশ্যই সারা বিশ্বের জন্য।``
First Published: Sunday, November 25, 2012, 13:53