Last Updated: Sunday, November 25, 2012, 13:53
পোপের কার্ডিনালদের মধ্যে জায়গা করে নিলেন এক ভারতীয়। ত্রিবান্দমের আর্চবিশপ ক্লেমিস থট্টুঙ্কল। ষোড়শ
বেনেডিক্টের পরবর্তী পোপ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তিনি। শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিয়ায়
এক বিশেষ অনুষ্ঠানে নতুন কার্ডিনালদের বেছে নেওয়া হয়।