Last Updated: October 16, 2012 22:39

ফিফা স্বীকৃত প্রদর্শনী ম্যাচে সিঙ্গাপুরের কাছে হেরে গেল ভারতীয় ফুটবল দল। বিদেশের মাটিতে ০-২ গোলে হার মানতে হয় কোয়েভারম্যানসের দলকে। নেহরু কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এটাই ছিল ভারতের প্রথম ম্যাচ।
প্রথম ১৫ মিনিট উজ্জ্বীবিত ফুটবল উপহার দেন সুনীল ছেত্রীরা। কিন্তু ঘরের মাঠে দ্রুত ম্যাচে ফেরে সিঙ্গাপুর। বিরতির আগেই খাইরুল আমরির গোলে এগিয়ে যায় সিঙ্গাপুর। গোল হজম করার পরপরই সমতা ফেরানোর সুযোগ ছিল ভারতের সামনে। কিন্তু সঞ্জুর ক্রশ থেকে গোল করতে ব্যর্থ হন সুনীল ছেত্রী।
রতির পর ব্যবধান বাড়ায় সিঙ্গাপুর। এবার গোল করেন ফজরুল নাওয়াল। ম্যাচে ফেরার জন্য বেশ কয়েকটি পরিবর্তন করেন কোয়েভারম্যানস। রবিন সিং,ক্লিফোর্ড মিরান্ডাকে মাঠে নামিয়েও গোল পায়নি ভারত।নভেম্বরে ফিফা স্বীকৃত দিনে আরও একটি ম্যাচ খেলবে কোয়েভারম্যানসের দল।
প্রসঙ্গত, আজকের ম্যচের আগে সুব্রত পালের গলায় ছিল আশাবাদী সুর। বিশ্ব র্যাঙ্কিং-য়ে উঠে আসার লক্ষ্যেই ছিল আজকের ম্যাচ। কিন্তু সিঙ্গাপুরের কাছে হারের পর সেই স্বপ্ন যে ভেঙে গেল তা বলাই বাহুল্য।
First Published: Tuesday, October 16, 2012, 22:39