বারবার চারবার- বিসর্জনের বুদ্ধগয়াতেই ইতিহাস `নতুন` শ্যুমাখার ভেটেলের

বারবার চারবার- বিসর্জনের বুদ্ধগয়াতেই ইতিহাস `নতুন` শ্যুমাখার ভেটেলের

বারবার চারবার- বিসর্জনের বুদ্ধগয়াতেই ইতিহাস `নতুন` শ্যুমাখার ভেটেলেরভারতের মাটিতেই ইতিহাস গড়ে ফেললেন ফর্মুলা ওয়ানের নতুন মহারাজা সেবাস্তিয়ান ভেটেল। রবিবার বুদ্ধগয়ায় ইন্ডিয়ান জিপিতে পোডিয়াম ফিনিশ করে ভেটেল জিতে নিলেন বিশ্বখেতাব। সেই সঙ্গে সব রেকর্ড ভেঙে দিয়ে সর্বকনিষ্ঠ চালক হিসাবে চারবার ফর্মুলা ওয়ানের বিশ্বখেতাব ভেটেলের। ভারতে যে তিনবার এফওয়ান চ্যাম্পিয়নশিপ হল তিনবারই জিতলেন জার্মানির ২৬ বছরের এই বিশ্বচ্যাম্পিয়ন।

২০১০ সাল থেকে এবার নিয়ে পরপর মোট চারবার এফওয়ান-এ বিশ্বকেতাব জিতলেন। এই রেকর্ড সাম্প্রতিক অতীতে এফওয়ানে আছে ভেটেলের স্বদেশীয় মাইকেল শ্যুমাখারের। ১৯৯৪ সাল থেকে শ্যুমাখার পরপর পাঁচবার জিতে বিশ্বরেকর্ড গড়ে ছিলেন। এই কয়েক বছরে ভেটেল যে ফর্মে খেলছেন তাতে এই রেকর্ডটাও আর অক্ষত থাকবে না বলে অধিকাংশের মত। ভেটেলের রেড বুলও বুদ্ধগয়া ইন্টারন্যাশানাল সার্কিটেই ড্রাইভার চ্যাম্পিয়নশিপ জিতে নিল। বুদ্ধগয়া ইন্টারন্যাশানালে আগের দু বারের চেয়েও অনেক মসৃণভাবে ভেটেল এদিন পোডিয়াম ফিনিশ করলেন। দ্বিতীয় হলেন নিকো রোসবার্গ আর তৃতীয় রোম্যান গোর্সেজেন।

বছরে মোট ১৯ টা জায়গায় হয় এফ ওয়ানের আসর। তারপর প্রত্যেকটা রেসের পয়েন্টের ভিত্তিতে ঠিক হয় বিশ্ব চ্যাম্পিয়ন কে হবেন। রেসের ১৬ তম স্থান ভারতে জিতে সবার ধরাছোঁয়ার বাইরে গিয়ে বিশ্বখেতাব জিতলেন ভেটেল। মরসুমের শুরুটা দারুণ করেছিলেন, মাঝে কিছুটা সংশয়ে পড়ে গিয়েছিলেন। কিন্তু শেষ ছটা রেসে জিতে এফ ওয়ান বিশ্বে এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গেলেন যেখানে তাঁর প্রতিপক্ষরাও এক কথায় স্বীকার করে নিচ্ছেন, ওকে হারানো এখন অসম্ভব।

ভেটেলর বিশ্বজয়ের দিনে বুদ্ধগয়া সার্কিটে অবশ্য বিসর্জনের কান্না। পরের বছর ভারতে এফওয়ান-এর আসর বসবে না। ২০১৫ তেও অনিশ্চিত। আজ ৬০ হাজার দর্শক সমাগম হলেও অনেকের চোখে জল। অনেক কষ্ট করে এফ ওয়ান-এর আসর বসিয়েও বির্জনের কান্না ভেটেলের আনন্দ উত্‍সবকে কিছুটা ম্লান করছে বৈকি।

First Published: Sunday, October 27, 2013, 17:06


comments powered by Disqus