Last Updated: Sunday, October 27, 2013, 17:06
ভারতেই ইতিহাস গড়ে ফেললেন ফর্মুলা ওয়ানের নতুন মহারাজা সেবাস্তিয়ান ভেটেল। রবিবার বুদ্ধগয়ায় ইন্ডিয়ান জিপিতে পোডিয়াম ফিনিশ করে ভেটেল জিতে নিলেন বিশ্বখেতাব। সেই সঙ্গে সব রেকর্ড ভেঙে দিয়ে সর্বকনিষ্ঠ চালক হিসাবে চারবার ফর্মুলা ওয়ানের বিশ্বখেতাব ভেটেলের। ভারতে যে তিনবার এফওয়ান চ্যাম্পিয়নশিপ হল তিনবারই জিতলেন জার্মানির ২৬ বছরের এই বিশ্বচ্যাম্পিয়ন।