Last Updated: February 21, 2012 23:37

দিল্লিতে অলিম্পিকের যোগ্যতা অর্জনকারী পর্বে জয়ের হ্যাটট্রিক করল ভারতীয় হকি দল। মঙ্গলবার দিল্লিতে ফ্রান্সকে ৬-২ গোলে হারিয়ে দিল নবসের ছেলেরা। দুই অর্ধে ৩টি গোল করে ভরত ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় হকি টিম।খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় ভারত। তারপর আর পেছনে ফিরে তাকাতে ভারতীয় হকি দলকে। ভারতের হয়ে হ্যাটট্রিক করেন সন্দীপ সিং। টুর্নামেন্টে এই নিয়ে সন্দীপের মোট গোলসংখ্যা দাঁড়াল ৭। টানা তিনটি জয়ের ফলে লিগ তালিকার শীর্ষেই থাকল ভারত।
First Published: Tuesday, February 21, 2012, 23:37