Last Updated: Monday, January 9, 2012, 20:21
সমস্ত প্রতিকুলতা কাটিয়ে শেষ পর্যন্ত লন্ডন অলিম্পিকে ভারতীয় হকি দল ছাড়পত্র পাবেই বলে দাবি করেছেন রাজপাল সিং। সেই সঙ্গেই ভারতীয় হকি টিমের প্রাক্তন অধিনায়ক রাজপালের আক্ষেপ, অলিম্পিক নিয়ে খেলোয়াড়রা ভাবছেন না, বরং অলিম্পিকে কোয়ালিফাই করাই এখন তাঁদের একমাত্র লক্ষ্য।