Last Updated: November 7, 2013 17:24

চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হকিতে হেরে গেল ভারত। বৃহস্পতিবার জাপানের কাকামিগাহারাতে ভারত ৪-৫ গোলে হারাল পাকিস্তানের বিরুদ্ধে। গোলবর্ষণের এই ম্যাচ একটা সময় ৪-৪ গোলে ড্র চলছিল, কিন্তু ৫৩ মিনিটে পাকিস্তানের মহম্মদ রিজওয়ানের গোল জয় পরাজয়ের মধ্যে ব্যবধান গড়ে দেয়।
ভারত একটা সময় ২-১ গোলে এগিয়ে থাকলেও অভিজ্ঞতার ঘাটতি বেশ চোখে পড়ল। ভারতের হয়ে গোলগুলি করেন গুরজিন্দর সিং (২৪ মিনিট), অমিত রোহিদাস (৩০ মিনিট), মনপ্রিত সিং (৪০ মিনিট), মালাক সিং (৪৯ মিনিট)। আজকে পাকিস্তানের কাছে হারের পর ভারত প্রতিযোগিতা থেকে বিদায় নিল।
ভারতীয় দলে অবশ্য সিনিয়রদের বিশ্রাম দিয়ে বেশিরভাগ তরুন খেলোয়াড়দের নিয়েই প্রতিযোগিতায় খেলতে নেমেছে। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় তিনটে ম্যাচ খেলেছে ভারত। চিনের কাছে ০-২ হার, আয়োজক দেশে জাপানের কাছে ০-৩ হারের পর, প্রথম জয় আসে গতকাল ওমানের বিরুদ্ধে। গ্রুপ লিগে ভারতের শেষ ম্যাচ শনিবার মালয়েশিয়ার বিরুদ্ধে।
First Published: Thursday, November 7, 2013, 17:24