Last Updated: Thursday, November 7, 2013, 17:24
চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হকিতে হেরে গেল ভারত। বৃহস্পতিবার জাপানের কাকামিগাহারাতে ভারত ৪-৫ গোলে হারাল পাকিস্তানের বিরুদ্ধে। গোলবর্ষণের এই ম্যাচ একটা সময় ৪-৪ গোলে ড্র চলছিল, কিন্তু ৫৩ মিনিটে পাকিস্তানের মহম্মদ রিজওয়ানের গোল জয় পরাজয়ের মধ্যে ব্যবধান গড়ে দেয়।