Last Updated: July 10, 2013 10:52

বুদ্ধগয়ার পর এবার তাদের লক্ষ্য মুম্বই, এমন কথাই টুইটারে লিখল জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন (আই এম)। এমনকী প্রশাসনকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলা হয়েছে সাত দিনের মধ্যে মুম্বইয়ে হামলা করা হবে, পারলে আটকাও (রোক সাকে তো রোক লো)। গত রবিবার বুদ্ধগয়া বিস্ফোরণের পিছনে তাদের হাতে রয়েছে এমনও কথাও স্বীকার করে নিয়েছে আইএম।
টুইটারে ঠিক যে কথাগুলো লিখেছে আইএম--“Hamara Agla Target Mumbai Hai. Rock Sago Toh Rock Lo, 7 days Left (Our next target is Mumbai. Stop us if you can. Seven days left)”.
এদিকে, বুদ্ধগয়ার বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে এক মহিলা সহ চারজনকে আটক করে পুলিস। মহাবোধি মন্দিরের সামনে একটি হোটেল থেকে ওই চারজনকে আটকে করে বিহার পুলিস। তবে তথ্য প্রমাণের অভাবে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
First Published: Wednesday, July 10, 2013, 10:52