Last Updated: Thursday, August 29, 2013, 12:38
ইয়াসিন ভাটকল, জঙ্গী গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিনের অন্যতম প্রতিষ্ঠাতা বর্তমানে পুলিসের জালে। আজ সকালে ভারত-নেপাল সীমান্ত থেকে ভাটকালকে গ্রেফতার করেছে এনআইএ। আদতে কর্নাটকের উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দা ভাটকলের আসল নাম মহম্মদ আহমেদ সিদিবাপা। ভাটকল তুতোভাই রিয়াজ ও ইকবালের সঙ্গে জোট বেঁধে ইন্ডিয়ান মুজাহিদিন গড়ে তোলেন।