মোদীর সভায় বিস্ফোরণের মূল ষড়যন্ত্রকারী আইএম জঙ্গিকে গ্রেফতার

মোদীর সভায় বিস্ফোরণের মূল ষড়যন্ত্রকারী আইএম জঙ্গিকে গ্রেফতার

মোদীর সভায় বিস্ফোরণের মূল ষড়যন্ত্রকারী আইএম জঙ্গিকে গ্রেফতারলোকসভা ভোটের মুখে সন্ত্রাসের বিরুদ্ধে বড়সড় সাফল্য। দিল্লি পুলিসের জালে ধরাপড়ল, ভারতে ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর প্রধান তেহসিন আখতার। তেহসিন আখতারই পাটনায় নরেন্দ্র মোদীর সভায় বিস্ফোরণের মূল ষড়যন্ত্রকারী বলে জানিয়েছে পুলিস।

এছাড়াও ধৃতের বিরুদ্ধে দেশজুড়ে একাধিক বিস্ফোরণ ও জঙ্গি নাশকতার অভিযোগ রয়েছে। ইন্ডিয়াম মুজাহিদিন প্রধান ইয়াসিন বাটকল গ্রেফতার হওয়ার পর থেকে ভারতে আখতারই ওই জঙ্গি গোষ্ঠীকে নেতৃত্ব দিচ্ছিল।

দুদিন আগেই রাজস্থানের আঝমেঢ় থেকে ইন্ডিয়াম মুজাহিদিনের আর এক পাণ্ডা জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করা হয় তার তিন সঙ্গীকেও। আজ যোধপুর থেকে তাদের আরেক সঙ্গীকে ধরা হয়েছে। ধৃতের নাম বরকত আলি।

First Published: Tuesday, March 25, 2014, 15:34


comments powered by Disqus