Last Updated: July 4, 2014 13:41

ইরাকে আইসিস (ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া) জঙ্গিদের হাতে বন্দী ৪৬ জন নার্সকেই সম্ভবত মুক্তি দিচ্ছে ওই জঙ্গি গোষ্ঠী। এই নার্সরা ইরাকের মসুল শহরে বন্দী ছিলেন।
কেরালার মুখ্যমন্ত্রী ওম্মেন চ্যান্ডি কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষ্যাতের পর জানিয়েছেন সুন্নি জঙ্গিদের হাতে বন্দী নার্সদের বিমানবন্দরে নিয়ে আসা হচ্ছে। তাঁরা সেখান থেকেই ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন।
এর আগে তিকরিতে আটক ভারতীয় নার্সদের নির্বিঘ্নে মোসুল প্রদেশে সরিয়ে নিয়ে যায় আইসিস। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে মোসুল পৌছন তাঁরা। একটি সংসবাদ সংস্থার সূত্রে জানানো হয়েছিল,তাঁরা সুরক্ষিত । দুটো ঘরে রাখা হয়েছিল তাঁদের। একটিই মাত্র দরজা রয়েছে দুটো ঘরের।
এরমধ্যেই ১০০ জন ভারতীয়কে ইরাক ছাড়ার জন্য বিমানের টিকিট দিয়েছে এমইএ। আরও ১৫০০ জন ভারতীয় ইরাক ছাড়তে চেয়ে যোগাযোগ করেছে এমইএ-র সঙ্গে। শুধু তিকরিতে নয়, আরবিলেও ভারতীয়রা দেশে ফেরার জন্য এমইএ-র কাছে নাম নথিভূক্ত করেছেন। কায়েদায় সরকারি সেনা ও সুন্নি সেনাদের মধ্য যুদ্ধ শুরু আগে প্রায় দশ হাজার ভারতীয় আটকে ছিলেন। কায়েদা ও আরবিল দখলের পর এখন বাগদাদের দিকে এগোচ্ছে সুন্নি সেনা। গত ১০ জুনের যুদ্ধের পর থেকে নিখোঁজ ১০০ ভারতীয়।
First Published: Friday, July 4, 2014, 13:41