Last Updated: November 24, 2013 20:31

বিশ্বের সেরা দশ স্বল্প দৈর্ঘ্যের সিনেমা হিসাবে অস্কার পুরস্কার জন্য মনোনিত হল ভারতীয় ছবি `খুশ`। পরিচালক শুভাশিষ ভুটানিয়ার এই ২৫ মিনিটের স্বল্প দৈর্ঘ্যের সিনেমা ১৯৮৪ শিখ দাঙ্গার ওপর তৈরি। এক শিক্ষক তাঁর মাত্র ১০ বছরের খুশ নামের এক ছোট্ট ছাত্রকে কীভাবে শিখ দাঙ্গার সময় রক্ষা করে তা নিয়েই এই সিনেমা তৈরি হয়েছে।
পরিচালক বলেন, তাঁর এক স্কুলশিক্ষক তাঁকে এই গল্প বলেন, এরপরই অনেক আগে থেকেই তিনি ভাবেন ছবি তৈরির। আগামী বছর ১৬ জানুয়ারি জানা যাবে `খুশ` অস্কার পায় কি না। গতবার এই লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে সেরা হয়েছিল কার্ফুউ নামের এক সিনেমা।
`খুশ` এর পাশাপাশি লড়াইয়ে আছে `দ্যাট ওয়াজ নট মি`, `জাস্ট বিফোর লুজিং ইভরিথিং`, `টু`, `হেলিয়াম`, `টাইগর বয়`, `ভোরম্যান প্রবেলম`, `থ্রোট সং` নামের বেশ কিছু ভাল সিনেমা। তবে বিশেষজ্ঞরা বলছেন, লড়াইয়ে অনেকটাই এগিয়ে ব্যতিক্রমী `খুশ`।
First Published: Sunday, November 24, 2013, 20:33