Last Updated: Thursday, February 27, 2014, 14:26
খামবন্দি ভাগ্য। তাও আবার যে সে জনের নয়। অস্কার জয়ীদের। এমন খাম কি কখনও সাধারণ হতে পারে? এবছর অস্কারে তাই অ্যাকাডেমি অফ মোশন পিকচার্সের নিবেদন, এক্সক্লুসিভ ডিজাইনার খাম। অস্কার। একটি শব্দে চোখের সামনে ফুটে ওঠে একের পর এক ছবি।