Indigo plane from Delhi catches fire at Kathmandu airport; no casualties

দিল্লি থেকে নেপালগামী ইন্ডিগো এয়ার লাইন্সের বিমানে আগুন

দিল্লি থেকে নেপালগামী ইন্ডিগো এয়ার লাইন্সের বিমানে আগুনএকই দিনে দ্বিতীয় বিমান দুর্ঘটনার খবর। মেলেশিয়ার বিমানটির খোঁজ মেলার আগেই দিল্লি থেকে নেপালগামী বিমানে আগুন লাগে। কাঠমাণ্ডু বিমানবন্দরে ইন্ডিগো এয়ার লাইন্সের বিমানটিতে আগুন গেলে যায়। বিমানটিতে ১৭০ জন যাত্রী ছিল। তবে কোনও হতাহতের খবর নেই।

কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কতৃপক্ষ জানিয়েছে, শনিবার ল্যান্ড করার সময় ইন্ডিগো সংস্থার বিমানটিতে আগুন লাগে। তবে এমার্জেন্সি ডোর দিয়ে যাত্রীদের দ্রুত বের করা আনা হয়। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণেও আসে।

ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

First Published: Saturday, March 8, 2014, 17:56


comments powered by Disqus