Last Updated: Saturday, March 8, 2014, 15:30
একই দিনে দ্বিতীয় বিমান দুর্ঘটনার খবর। মেলেশিয়ার বিমানটির খোঁজ মেলার আগেই দিল্লি থেকে নেপালগামী বিমানে আগুন লাগে। কাঠমাণ্ডু বিমানবন্দরে ইন্ডিগো এয়ার লাইন্সের বিমানটিতে আগুন গেলে যায়। বিমানটিতে ১৭০ জন যাত্রী ছিল। তবে কোনও হতাহতের খবর নেই।