মারুতিকে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

মারুতিকে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

মারুতিকে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীরসিঙ্গুরে জমি আন্দোলনের জেরে পাততাড়ি গোটাতে বাধ্য হয়েছে টাটা। তৃণমূল সরকারের শিল্পবন্ধু ভাবমূর্তি উজ্জ্বল করতে এবার তাই মারুতি-সুজুকিকে এ রাজ্যে বিনিয়োগের আহ্বান জানালেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ বিষয়ে সংস্থার চেয়ারম্যান আর সি ভার্গবকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে কাজের পরিবেশ ভাল, মালিক-শ্রমিকের সুসম্পর্কও রয়েছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী।

তবে, মারুতি এ রাজ্যে বিনিয়োগ করতে চাইলে জমির সমস্যা হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। জমিনীতি স্পষ্ট না হওয়ায় পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে শিল্পমহল দ্বিধায় রয়েছে বলে বিভিন্ন মহল থেকে বারবার অভিযোগ উঠেছে। গতমাসে শ্রমিক বিক্ষোভের জেরে সংস্থার এক আধিকারিকের মৃত্যুর পর থেকেই হরিয়ানার মানেসরে মারুতি কারখানায় উত্‍পাদন বন্ধ রয়েছে। ইতিমধ্যেই, মারুতিকে গুজরাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। এর আগে সিঙ্গুরে জমি আন্দোলনের জেরে টাটা গোষ্ঠীর ন্যানো প্রকল্প নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে গুজরাটের সানন্দ এলাকায় বিকল্প জমির সংস্থান করে টাটার বিনিয়োগ করায়ত্ত্ব করেন নরেন্দ্র মোদী।

First Published: Thursday, August 2, 2012, 15:19


comments powered by Disqus