Last Updated: Wednesday, October 17, 2012, 09:28
রবার্ট বঢরা বিতর্কে হরিয়ানা সরকারের পদক্ষেপে চরম অস্বস্তিতে কংগ্রেস। বঢরার বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগের তদন্তের নির্দেশ দিয়ে সরতে হয়েছে হরিয়ানার ল্যান্ড
রেকর্ড অফিসার অশোক খেমাকাকে। যদিও রাজ্য সরকার দাবি করেছে, হরিয়ানা হাইকোর্টের নির্দেশেই এই বদলি। অন্যদিকে বিরোধীরা মোটেও সে কথা মানতে চাননি।