Infant born with three legs, fights for life in Hamidiya hospital

ভুপাল হাসপাতালে তিনটি পা নিয়ে জন্মাল এক শিশু, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

ভুপাল হাসপাতালে তিনটি পা নিয়ে জন্মাল এক শিশু, শারীরিক অবস্থা আশঙ্কাজনকতিনটি পা নিয়ে জন্মেছিল নবজাতকটি। ভুপালের ইন্দিরা গান্ধী উইম্যান এ্যান্ড চাইল্ড হাসপাতালে। এখন তার অবস্থা খুবই আশঙ্কাজনক। শিশুটির কাঁধে রয়েছে তৃতীয় পা টি। তার মা প্রীতি জমজ সন্তান প্রসব করেন। কিন্তু অন্য শিশুটি স্বাভাবিক ও সুস্থ্ রয়েছে।

গান্ধী মেডিক্যাল কলেজের ডাক্তার সাংবাদিকদের জানিয়েছেন, শিশুটির অবস্থা আশাঙ্কাজনক থাকায় তাকে পাঠানো হয় হামিদিয়া হাসপাতালে। তিনি আরও জানিয়েছেন, "মায়ের গর্ভাশয়ে তৃতীয় সন্তান ছিল, সেটা ঠিকমতো বেড়ে উঠতে পারেনি। আর তার কারণেই দ্বিতীয় শিশুটির শরীরের সঙ্গে জড়িয়ে রয়েছে তার অঙ্গ প্রত্যঙ্গ।"

First Published: Wednesday, June 4, 2014, 12:38


comments powered by Disqus