Last Updated: Wednesday, June 4, 2014, 12:35
তিনটি পা নিয়ে জন্মেছিল নবজাতকটি। ভুপালের ইন্দিরা গান্ধী উইম্যান এ্যান্ড চাইল্ড হাসপাতালে। এখন তার অবস্থা খুবই আশঙ্কাজনক। শিশুটির কাঁধে রয়েছে তৃতীয় পা টি। তার মা প্রীতি জমজ সন্তান প্রসব করেন। কিন্তু অন্য শিশুটি স্বাভাবিক ও সুস্থ্ রয়েছে।