ফের অমানবিক এসএসকেএম

ফের অমানবিক এসএসকেএম

ফের অমানবিক এসএসকেএমরোগী ফিরিয়ে দেওয়ার ধারা অব্যাহত সরকারি হাসপাতালে। দিনভর আহত অবস্থায় পড়ে থাকা সত্ত্বেও ভর্তি নেয়নি হাসপাতাল। চব্বিশ ঘণ্টার খবরের জেরে জন্মান্ধ শিশু শুভেন্দু রায়কে ভর্তি নিল এসএসকেএম কর্তৃপক্ষ।

গত ২৯ জানুয়ারি, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা মাতৃহীন শুভেন্দুর নিম্নাঙ্গ খুবলে নেয় কুকুর। প্রথমে গঙ্গারামপুর হাসপাতাল, পরে মালদহ মেডিক্যাল কলেজ হয়ে এসএসকেএমে আসেন তাঁর অভিভাবকরা। তাঁদের বারবার অনুরোধ সত্ত্বেও বুধবার শুভেন্দুকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি। কিন্তু চব্বিশ ঘণ্টার খবরের জেরে চাপে পড়ে বৃহস্পতিবার সকালে তাঁকে ভর্তি নেওয়া হয়।   





First Published: Thursday, February 9, 2012, 11:42


comments powered by Disqus