Ink thrown on Subrata Roy`s face outside SC

সুব্রতর মুখে কালি, দিশেহারা সাহারা কর্তা

সুব্রতর মুখে কালি, দিশেহারা সাহারা কর্তামঙ্গলবার সুপ্রিমকোর্টে পৌঁছন সারদা কর্তা সুব্রত রায়। সেই সময়ই রায়ের মুখে কালো কালি ছুড়ে মারেন এক ব্যক্তি। কোর্ট চত্ত্বরে ঘটনাটি ঘটে। সাহারার বিরুদ্ধে শ্লোগানও দিচ্ছিলেন ওই ব্যক্তি। অভিযুক্ত মনোজ শর্মা গুরগাওয়ের বাসিন্দা। পুলিস তাঁকে গ্রেফতার করেছে।

গতকাল রাত ২টোয় বিমানে সুব্রত রায়কে দিল্লিতে নিয়ে আসা হয়। সাহারার কর্ণধার সুব্রত রায়কে আজ শীর্ষ আদালতে পেশ করা হয়। বিনিয়োগকারীদের ২০,০০০ কোটি টাকা ফেরত না দেওয়ার মামলায় সুপ্রিমকোর্টে নির্ধারিত দিনে হাজিরা না দেওয়ার কারণে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল শীর্ষ আদালত।

গত সপ্তাহের শুক্রবার পুলিসের কাছে আত্মসমর্পণ করেন সাহারা সুপ্রিমো। এরপর তাঁকে গ্রেফতার করে দু`দিনের পুলিসি হেফাজতে রাখা হয়।

লগ্নিকারীদের ২০ হাজার কোটি টাকা ফেরত না দেওয়ায় বুধবার সাহারা কর্তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান। এরপরই বাড়ি ঘিরে ফেলে পুলিস। শেষপর্যন্ত আত্মসমর্পণ করেন সুব্রত রায়।

ছবি: হিন্দুস্থান টাইমস

First Published: Tuesday, March 4, 2014, 15:19


comments powered by Disqus