সিন্ধুরক্ষক বিস্ফোরণ: উদ্ধার তিন নাবিকের মৃতদেহ

সিন্ধুরক্ষক বিস্ফোরণ: উদ্ধার তিন নাবিকের মৃতদেহ

সিন্ধুরক্ষক বিস্ফোরণ: উদ্ধার তিন নাবিকের মৃতদেহনৌবাহিনীর ডুবোজাহাজ আইএনএস সিন্ধুরক্ষকে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার হল চার জনের মৃতদেহ। তবে বিস্ফোরণের তীব্রতায় মৃতদেহগুলিতে চেনা যাচ্ছে না। তাই মৃতদেহগুলির ডিএনএ পরীক্ষা করা হবে বলে প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৫ জন নাবিক। এঁদের মধ্যে তিন জন নৌ-সেনার আধিকারিক।

মঙ্গলবার ভোররাত ৩টে নাগাদ মুম্বই ডক ইয়ার্ডে ভারতীয় নৌসেনার সাবমেরিন আইএনএস সিন্ধুরক্ষক-এ একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপরেই আগুন ধরে যায় ডুবোজাহাজটিতে। সাবমেরিন দুর্ঘটনায় ১৮ জন নাবিকেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছিলেন নৌসেনা প্রধান ডিকে যোশী। এই ঘটনায় ষড়যন্ত্রের সম্ভাবনার কথা একেবারেই খারিজ করে দেননি নৌ-আধিকারিকরা।

প্রাণ বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়েন বেশ কয়েকজন নৌসেনা জওয়ান। দুর্ঘটনায় আহত জওয়ানদের কোলাবায় নৌসেনা হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

এই ঘটনা প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি বলেন, "নৌবাহিনীর যে সকল জওয়ান দেশের জন্য প্রাণ হারিয়েছেন, তাঁদের জন্য দুঃখপ্রকাশ করছি।" যদিও ঠিক কতজন দুর্ঘটনার প্রাণ হারিয়েছেন, সে বিষয়ে কিছুই বলেননি অ্যান্টনি।

রাতে যখন বিস্ফোরণটি ঘটে, তখন ডিটোনেটর আর টর্পেডোতে ভর্তি ছিল সাবমেরিনটি। ফলে সাবমেরিতে থাকা নাবিকদের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করা হচ্ছে। নৌসেনার ডুবুরিরা জলের তলায় নাবিকদের খোঁজ চালিয়ে যাচ্ছেন। বেলা ১ পর্যন্ত উদ্ধারকার্যে কোনও অগ্রগতি হয়নি বলে সেনা সূত্রে জানা গিয়েছে।

First Published: Friday, August 16, 2013, 15:05


comments powered by Disqus