Last Updated: Wednesday, August 14, 2013, 09:41
আইএনএস সিন্ধরক্ষকের আটকে থাকা ১৮ জন নাবিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় নৌসেনার সাবমেরিনে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মুম্বই নৌবন্দরে। আজ ভোররাত ৩টে নাগাদ মুম্বই ডক ইয়ার্ডে ভারতীয় নৌসেনার সাবমেরিন আইএনএস সিন্ধুরক্ষক-এ একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপরেই আগুন ধরে যায় ডুবোজাহাজটিতে।