Last Updated: March 27, 2014 13:51

কাপ কেক কিনতে হলে এখন থেকে আর জরুরি নয় দোকানেই যাওয়া। চলে যেতে পারেন এটিএমেও। শুনে ভিরমি খেলেন নাকি? কথাটা কিন্তু খাঁটি সত্যি। এমন আজব এটিএম দিব্যি ব্যবসা চালাচ্ছে নিউ ইয়র্কে। গেলেন এটিএমে। বোতাম টেপাটেপির পর অল্প কিছু সময়ের অপেক্ষা।
ভাবছেন এরপরই নিশ্চই টাকা বেরিয়ে আসবে? কিন্তু ভুল ভেঙে এটিএম থেকে বেরোল কাপ কেক। কখনও একটি, কখনও একাধিক।
এমন অদ্ভুত এটিএমের দেখা মিলবে নিউ ইয়র্ক শহরে। সৌজন্যে স্প্রিংকলস(SPRINKLS) কাপ কেকস বেকারি।
দিনে ৮০০টি পর্যন্ত কাপ কেক চাইলেই পাওয়া যায় এই এটিএম থেকে। রয়েছে হরেক রকম স্বাদের কেক। দরকার শুধু পা বাড়িয়ে এটিএম পর্যন্ত যাওয়ার...
First Published: Thursday, March 27, 2014, 13:51