Last Updated: Thursday, March 27, 2014, 13:51
কাপ কেক কিনতে হলে এখন থেকে আর জরুরি নয় দোকানেই যাওয়া। চলে যেতে পারেন এটিএমেও। শুনে ভিরমি খেলেন নাকি? কথাটা কিন্তু খাঁটি সত্যি। এমন আজব এটিএম দিব্যি ব্যবসা চালাচ্ছে নিউ ইয়র্কে। গেলেন এটিএমে। বোতাম টেপাটেপির পর অল্প কিছু সময়ের অপেক্ষা।