Last Updated: November 6, 2012 22:45

গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায় বেলঘরিয়া বাস ডিপোর আইএনটিটিইউসির সদস্যদের মধ্যে। ইউনিয়নের কয়েকজন সদস্যের দাবি, রাজ্যে পালা বদলের আগে থেকেই তাঁরা আইএনটিটিইউসির সদস্য। নতুন সরকার ক্ষমতায় আসার পর ওই বাস ডিপোর আরও অনেক কর্মী আইএনটিটিইউসিতে যোগ দেন। পুরনো সদস্যদের অভিযোগ, নতুন সদস্যরা তৃণমূলে যোগ দেওয়ার পর পুরনোদের অস্তিত্ব মানতে চাইছেন না। এমনকি, তাঁদের সিটু সমর্থক হিসেবেও চিহ্নিত করা হচ্ছে। বিষয়টি নিয়ে আজ বেলঘরিয়া বাস ডিপোর ম্যানেজিং ডিরেক্টরের দফতরের সামনে বিক্ষোভ দেখান আইএনটিটিইউসি সমর্থকদের একাংশ। নিজেদের স্বীকৃতির দাবিতে জমা দেওয়া হয় ডেপুটেশনও।
First Published: Tuesday, November 6, 2012, 22:45