সারদা কাণ্ড: তদন্তের শুরুতেই বিভ্রান্তির শিকার অভিযোগকারীরা

সারদা কাণ্ড: তদন্তের শুরুতেই বিভ্রান্তির শিকার অভিযোগকারীরা

সারদা কাণ্ড: তদন্তের শুরুতেই বিভ্রান্তির শিকার অভিযোগকারীরাসারদা কাণ্ডের প্রতারণার তদন্তে আজ থেকেই শুনানি শুরু করল বিচারপতি শ্যামল সেন নেতৃত্বাধীন কমিশন। কিন্তু, প্রথম দিন থেকেই চরম বিভ্রান্তির শিকার অভিযোগকারীরা। যে তথ্য তারা জমা দিচ্ছেন, তার বিনিময়ে কোনও প্রামাণ্য দেওয়া হচ্ছে না। এখানেই শেষ না। অভিযোগকারীদের জন্য কমিশনের যে বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা, তা এখনও প্রকাশিত হয়নি।

তথ্য সংস্কৃতি দফতর বিজ্ঞপ্তি প্রকাশ না করা পর্যন্ত বিভ্রান্তির শিকার হচ্ছেন অভিযোগকারীরা। এদিকে, শুনানির প্রথম দিনেই অভিযোগকারীদের উপচে পড়ে কমিশনের দফতরে। সারদা গোষ্ঠীর বিভিন্ন স্কিমে আমানতের সার্টিফিকেট এবং অন্যান্য তথ্য নিয়ে সকাল থেকেই হাজির হন বহু আমানতকারী। কমিশনের দফতরের বাইরে ডেস্কে অভিযোগ জমা দিয়েছেন তাঁরা। বেলা যত গড়িয়েছে ততই দীর্ঘ হয়েছে আমানতকারীদের লাইন। 

First Published: Tuesday, April 30, 2013, 19:32


comments powered by Disqus