saradah contro - Latest News on saradah contro| Breaking News in Bengali on 24ghanta.com
সারদা কাণ্ড: তদন্তের শুরুতেই বিভ্রান্তির শিকার অভিযোগকারীরা

সারদা কাণ্ড: তদন্তের শুরুতেই বিভ্রান্তির শিকার অভিযোগকারীরা

Last Updated: Tuesday, April 30, 2013, 19:32

সারদা কাণ্ডের প্রতারণার তদন্তে আজ থেকেই শুনানি শুরু করল বিচারপতি শ্যামল সেন নেতৃত্বাধীন কমিশন। কিন্তু, প্রথম দিন থেকেই চরম বিভ্রান্তির শিকার অভিযোগকারীরা। যে তথ্য তারা জমা দিচ্ছেন, তার বিনিময়ে কোনও প্রামাণ্য দেওয়া হচ্ছে না। এখানেই শেষ না। অভিযোগকারীদের জন্য কমিশনের যে বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা, তা এখনও প্রকাশিত হয়নি।