Last Updated: March 14, 2014 15:57

মালয়েশিয়ার বিমান নিখোঁজের সপ্তম দিনে মিলল চাঞ্চল্যকর তথ্য। সামরিক রেডারের তথ্য খতিয়ে দেখে তদন্তকারীদের সন্দেহ, হারিয়ে যায়নি বা দুর্ঘটনার কবলে পড়েনি বিমানটি। বরং ইচ্ছাকৃতভাবে সেটিকে কেউ ভুলপথে উড়িয়ে নিয়ে গিয়েছিল।
৮ মার্চ ভোররাতে চিনের বেজিংয়ের পথ ছেড়ে বিমানটি আন্দামানের দিকে উড়তে শুরু করে। তদন্তকারীর বলছেন, বিমান চালানোয় যথেষ্টই দক্ষ এমনই কেউই তখন বিমানটি উড়িয়েছিলেন। মালয়েশিয়ার উত্তরপূর্ব উপকূল পেরিয়ে যাওয়ার পরেই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবু বিমানের গতিমুখ এবং অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হিসেব করে তদন্তকারীরা নিশ্চিত তা আন্দামানের দিকেই এসেছে। অন্যদিকে, বিমানটি নিখোঁজ হওযার কিছুক্ষণ পরেই, দক্ষিণ চিন সাগরের ভূপৃষ্ঠে কম্পন রেকর্ড করেছেন চিনের ভূবিজ্ঞানীরা। স্থানটি মালয়েশিয়ার একশো ষোলো কিলোমিটার উত্তর পূর্বে। তা ওই বিমান দুর্ঘটনার কারণে ঘটেছে কি না, সে নিশ্চিত নন বিজ্ঞানীরা।
First Published: Friday, March 14, 2014, 15:57