Last Updated: February 10, 2014 09:29

টানা ১৪ মাসের সাসপেনশন কাটিয়ে অলিম্পিকসে ভারতের প্রত্যাবর্তনের পথ খুলল। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন অবশেষে সফল নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করল। কোনও প্রতিদ্বন্ধীতা ছাড়াই আইওএ-এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এন রামচন্দ্রন।
বিশ্ব স্কোয়াশ ফেডেরেশনের প্রেসিডেন্ট, বিসিসিআই প্রধান এন শ্রীনিবাসনের ছোট ভাই রামচন্দ্রনের বিরুদ্ধে বস্তুত কোনও বিরোধীতায়ই তৈরি হয়নি। অভয় সিং চৌতলা ও ললিত ভানোটের বিরুদ্ধে মামলা চলায় তাঁরা নির্বাচনে অংশগ্রহনই করতে পারেননি।
ভারতের খো খো ফেডেরেশনের প্রেসিডেন্ট রাজীব মেহেতা এবং সর্বভারতীয় টেনিস অ্যাসোসিয়েশনের প্রধান অনিল খান্না কোনও রকম বিরোধীতা ছাড়াই যথাক্রমে সেক্রেটারি জেনেরাল ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
First Published: Monday, February 10, 2014, 09:29