N Ramachandran - Latest News on N Ramachandran| Breaking News in Bengali on 24ghanta.com
আইওএ-র প্রেসিডেন্ট পদে নির্বাচিত শ্রীনিবাসন অনুজ রামচন্দ্রন, ১৪ মাসের নির্বাসন কাটিয়ে অলিম্পিকসের দরজা খুলল   ভারতের জন্য

আইওএ-র প্রেসিডেন্ট পদে নির্বাচিত শ্রীনিবাসন অনুজ রামচন্দ্রন, ১৪ মাসের নির্বাসন কাটিয়ে অলিম্পিকসের দরজা খুলল ভারতের জন্য

Last Updated: Monday, February 10, 2014, 09:29

টানা ১৪ মাসের সাসপেনশন কাটিয়ে অলিম্পিকসে ভারতের প্রত্যাবর্তনের পথ খুলল। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন অবশেষে সফল নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করল। কোনও প্রতিদ্বন্ধীতা ছাড়াই আইওএ-এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এন রামচন্দ্রন।